জপসা ইউনিয়ন কালের স্বাক্ষী বহন কারী কৃত্বিনাসা নদীর তীরে অবস্থিত। কাল পরিক্রমায় জপসা ইনিয়ন আজ শিক্ষা দিক্ষা,সংস্কৃতি, ধর্মিয় অনুষ্ঠান,খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। জপসা ইউয়নয়নের আয়তন ১0.৭০ বর্গ কিমি,লোকসংথ্যা প্রায় ১৮,৫২৯ জন,গ্রামের সংখ্যা 22টি, সরকারী প্রা: বি: ৫টি,বেসরকারী প্রা: বি 1টি, উচ্চবিদ্যালয় । এখানে রয়েছে ১টি সরকারী সাস্থ্যকেন্দ্র, মাদ্রাসা ৫টি। বর্তমানে দায়িত্বরত চেয়ারম্যান হাজী মো: মোঃ শওকত হোসেন বয়াতী। সচীব মোঃ জুলহাস উদ্দিন, ৯জন মহল্লাদার এবং একজন দফাদার রয়েছে। সবমিলিয়ে জপসা ইউনিয়নের চিত্র আলোকিত অবস্থানে রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস